শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ - ১৩:২৫
নামাজের সময় শিশুকে কোলে নেয়ার বিধান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী নামাজের সময় নাপাক (নাজেস) অবস্থায় শিশুকে কোলে নেয়ার বিষয়ে একটি ফতোয়া দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী কর্তৃক নামাজের সময় নাপাক (নাজেস) অবস্থায় কোলে নেয়া সম্পর্কিত ফতোয়াটি আগ্রহীদের জন্য তুলে ধরছি:

প্রশ্ন: নামাজের সময় এমন শিশুকে কোলে নেয়া কি জায়েয, যার জামা কিংবা ডায়াপার নাপাক—যদিও তা নামাজ পড়া ব্যক্তির কাপড় বা গায়ে স্পর্শ না করে? 

উত্তর: এ ক্ষেত্রে এহতিয়াতে ওয়াজিব (সতর্কতামূলক আবশ্যক) হিসেবে এড়িয়ে চলা উচিত।

অর্থাৎ, নামাজের সময় নাপাক শিশুকে কোলে না নেয়াই উত্তম, যদিও নামাজির কাপড় বা শরীরে সরাসরি নাপাকি স্পর্শ না হয়। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha