হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী কর্তৃক নামাজের সময় নাপাক (নাজেস) অবস্থায় কোলে নেয়া সম্পর্কিত ফতোয়াটি আগ্রহীদের জন্য তুলে ধরছি:
প্রশ্ন: নামাজের সময় এমন শিশুকে কোলে নেয়া কি জায়েয, যার জামা কিংবা ডায়াপার নাপাক—যদিও তা নামাজ পড়া ব্যক্তির কাপড় বা গায়ে স্পর্শ না করে?
উত্তর: এ ক্ষেত্রে এহতিয়াতে ওয়াজিব (সতর্কতামূলক আবশ্যক) হিসেবে এড়িয়ে চলা উচিত।
অর্থাৎ, নামাজের সময় নাপাক শিশুকে কোলে না নেয়াই উত্তম, যদিও নামাজির কাপড় বা শরীরে সরাসরি নাপাকি স্পর্শ না হয়।
আপনার কমেন্ট